চড়া দাম রুখতে গতকাল বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজারে সবজির দাম কেমন নেওয়া হচ্ছে সেই বিষয় নিয়ে তদারকি করতে শেওড়াফুলি বাজারে অভিযান করেন মহকুমা শাসক। কেন এরকম চড়া দাম তা জানতে চেয়ে পাইকারি বাজারে ঘুরে দেখেন মহকুমা শাসক সম্বুদ্ধ সরকার, শ্রীরামপুরের এসিপি-২ শুভঙ্কর বিশ্বাস,শ্রীরামপুর থানার আই সি সুখময় চক্রবর্তী,নিয়ন্ত্রিত বাজার কমিটির সম্পাদক ফিরদৌস রহমান আধিাকারিকরা। একই ভাবে চুঁচুড়া খড়ুয়া বাজার,মল্লিক কাশেম হাটেও চলে অভিযান।
সবজির দাম তদারকি করার পাশাপাশি বিক্রেতাদের দাঁড়িপাল্লা পরীক্ষা করেন আধিকারিকরা। রিনিউ না করায় কয়েকজনের দাঁড়িপাল্লা সিজ করা হয়। আলুর দাম কেজিতে পাঁচ-ছয় টাকা বেশি নেওয়ায় খুচরো বিক্রেতাদের সাবধান করা হয়। এই অভিযান আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন এক আধিকারিক। মাঝেমধ্যেই সবজির দাম নিয়ন্ত্রণে আনতে অতর্কিতে বাজারগুলিতে ক্রেতা সুরক্ষা দফতর, কৃষি বিপণন দফতরের আধিকারিকরা হানা দেবেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সবজির দাম নিয়ন্ত্রণে মজুতদারি ও ফড়েদের বাড়বাড়ন্ত ঠেকাতে আগেই টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল সরকারের তরফে। সেই টাস্ক ফোর্স কী কাজ করছে সেই নিয়েও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। টাস্ক ফোর্সে এগ্রি মার্কেটিং, পুলিশ, এগ্রিকালচার, পশুপালন ও মৎস্য প্রতিপালন, হর্টিকালচার, ফুড অ্যান্ড কালচার থেকে প্রতিনিধিরা রয়েছেন। এবার থেকে টাস্ক ফোর্সের প্রতিনিধিদের সাতদিন অন্তর মিটিং করার ব্যাপারেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। টাস্ক ফোর্সের রিপোর্ট মুখ্যমন্ত্রী নিজে চেক করবেন বলেও জানান। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বুধবার হুগলির বাজারগুলিতে অভিযান তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
