- রায়গঞ্জে বুথে বুথে ঘুরছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। শুভেন্দু অধিকারী রায়গঞ্জে প্রচার করার পর অশান্তি হতে পারে বলে আশঙ্কা প্রার্থীর।
- বাগদা কেন্দ্রে সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস। প্রশাসনের সহযোগিতা পাবেন বলেই আশা প্রার্থীর। তবে বহিরাগতরা ইতিমধ্যেই এলাকায় ঢুকেছে বলে অভিযোগ তাঁর।
মানিকতলায় ২৭৭ কেন্দ্রে হচ্ছে ভোটগ্রহণ। এই কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ১০ হাজার ৪৯৩। এই কেন্দ্রের প্রধান ৩ প্রতিদ্বন্দ্বী হলেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ও বাম প্রার্থী রাজীব মজুমদার।
বাগদা কেন্দ্রে মোট ৩০১ কেন্দ্রে হচ্ছে ভোটগ্রহণ। এই কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৮৫ হাজার ৪৪২। এই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন মধুপর্ণা ঠাকুর। বিজেপির তরফে লড়াইতে রয়েছেন বিনয়কুমার বিশ্বাস। পাশাপাশি বামেদের তরফে লড়াইয়ের ময়দানে রয়েছেব গৌরাদিত্য বিশ্বাস এবং কংগ্রেস প্রার্থী অশোককুমার হালদার।
এদিকে রানাঘাট দক্ষিণে মোট ভোটগ্রহণ কেন্দ্র ৩০৭। মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৭৮১। এই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন মুকুটমণি অধিকারী। বিজেপির টিকিটে লড়ছেন মনোজ কুমার বিশ্বাস। আর বামেদের হয়ে লড়াইতে রয়েছেন অরিন্দম বিশ্বাস।
অন্যদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও এদিন উপনির্বাচন। রায়গঞ্জে মোট ভোটগ্রহণ কেন্দ্র ২১২। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৯০০। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বিজেপির টিকিটে লড়ছেন মানসকুমার ঘোষ। আর কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত।
অবাধ ও সুষ্ঠু উপনির্বাচনের জন্য এই ৪ কেন্দ্রে মোট ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। সেক্ষেত্রে রায়গঞ্জে ১৬ কোম্পানি, রানাঘাট দক্ষিণে ১৯ কোম্পানি, বাগদায় ২০ কোম্পানি ও মানিকতলায় ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে।