Durgapur News,বন্ধ এমএএমসি টাউনশিপে উচ্ছেদের নোটিসে আশঙ্কা – durgapur mamc township apprehension of eviction notice by adda


এই সময়, দুর্গাপুর: ২০০২ সাল থেকে বন্ধ এমএএমসি কারখানা। মৃতপ্রায় সেই টাউনশিপের বাজারেও এবার উচ্ছেদের নোটিস দিল এডিডিএ। এমন নোটিসে মাথায় হাত ব্যবসায়ীদের। তাঁদের কথায়, কারখানা বন্ধের পর টাউনশিপ ছেড়ে চলে গিয়েছে বহু পরিবার। টিমটিম করে ব্যবসা চলে। অগ্নিমূল্য বাজারদর। তার মধ্যে কোনওরকমে টিকে রয়েছেন তাঁরা। এখন উচ্ছেদ হলে তাঁদের পথে বসতে হবে।এমএএমসি টাউনশিপ পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে। উচ্ছেদের নোটিশ পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসায়ীরা যোগাযোগ করেন ওই ওয়ার্ডের কাউন্সিলার দেবব্রত সাঁইয়ের সঙ্গে। ব্যবসায়ীদের বক্তব্য শুনে দেবব্রত কথা বলেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্তর সঙ্গে। ঠিক হয়েছে, আগামী এক মাসের মধ্যে বাজারে উচ্ছেদ অভিযান চালানো হবে না। এই সময়ের মধ্যে বাজার ব্যবসায়ীদের প্রতিনিধি দল এডিডিএ চেয়ারম্যানের সঙ্গে গিয়ে দেখা করে তাঁদের সমস্যার কথা জানাবেন। বাজার কমিটির সেক্রেটারি বীরু দত্ত বলেন, ‘প্রায় ২৮০টি দোকান আছে বাজারে। এছাড়া বাঁকুড়া থেকে বিভিন্ন সব্জি নিয়ে একাধিক বৃদ্ধা প্রতিদিন বাজারে আসেন। উচ্ছেদ করা হলে সবাই বিপদে পড়বেন।’ বাজার রেজিস্ট্রি করা আছে জানিয়ে তিনি বলেন, ‘প্রতি বছর রেজিস্ট্রি নবীকরণ করা হয়। প্রায় প্রতিটি ব্যবসায়ীর রয়েছে ট্রেড লাইসেন্স। বিদ্যুতের বিল সময়ে জমা দেোয়া হয়।’ তিনি জানান, বি-টু বাজারের বয়স ৬০ বছর। এমএএমসি কারখানা খোলার সময় থেকে চালু এই বাজার। এই প্রথম তাঁরা উচ্ছেদের নোটিস পেলেন।

New Market Kolkata : ফুটপাথ দখলমুক্ত করতে দিনভর শহরে হকার উচ্ছেদ, বাদ গেল না নিউমার্কেটও
বাজারের আর এক ব্যবসায়ী সঞ্জয় আইচের বক্তব্য, ‘কারখানা চালু থাকাকালীন ব্যবসা ভালো ছিল। কারখানা বন্ধের পর ব্যবসা আর আগের মতো নেই। কোনওরকমে টিকে রয়েছে। এখন উচ্ছেদ হলে এই বয়সে পরিবার নিয়ে কোথায় যাব? নতুন করে কোনও কাজ তো করতে পারব না।’ স্থানীয়দের একটি বড় অংশ বাজার উচ্ছেদের বিরুদ্ধে। টাউনশিপের বাসিন্দা সোনালি ভট্টাচার্য বলেন, ‘জ্ঞান হওয়ার পর থেকে এই বাজার দেখছি। ব্যবসায়ীদের সবারই বয়স হয়েছে। উচ্ছেদ করে দিলে এই লোকগুলো যাবে কোথায়?’ কাউন্সিলার দেবব্রত সাঁই বলেন, ‘একটা মৃতনগরীর বাজারে ব্যবসা করেন কয়েকজন ব্যবসায়ী। আগের মতো রোজগার নেই। এডিডিএ চেয়ারম্যানের কাছে আবেদন করেছি বি-টু বাজারের ব্যবসায়ীদের উচ্ছেদের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখতে।’ এডিডিএ চেয়ারম্যানের বক্তব্য, ‘ব্যবসায়ীরা দেখা করতে চেয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলব। সরকারি জমি দখল করে থাকলে উচ্ছেদ হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *