Hooghly News : আঁকা ধ্যান জ্ঞান, মুদিখানার দোকান সুমনের স্বপ্নের ‘ছবি ঘর’ – hooghly uttarpara resident suman modak paints besides running a grocery shop with his father watch video


ছোট্ট একটা মুদিখানার দোকান, সেখানেই শোভাপাচ্ছে একগুচ্ছ পোট্রেট। হঠাৎ চোখ গেল দোকানের এক কোণে, সেখানে বসেই মন দিয়ে এঁকে চলেছেন এক যুবক। খরিদ্দার আসলে আঁকা থামছে কিছুক্ষণের জন্য। তবে তারপরেই আবার হাতে তুলে নিচ্ছেন পেনসিল। উত্তরপাড়ার বাসিন্দা সুমন মোদক। তাঁর সবটা জুড়ে রয়েছে ছবি আঁকা। বাবার সঙ্গে দোকান সামলানোর পাশাপাশি সেখানে বসেই স্বপ্ন বুনছেন সুমন। উত্তরপাড়া বাজার এলাকায় জি টি রোড-এর ওপরেই রয়েছে এমন এক দোকান যেখানে বসে দোকানদারির সঙ্গে নিজের স্বপ্নকে কার্যত বাস্তবায়ন করছেন বছর ২৫-এর যুবক। একদিকে দোকান চালানো অন্যদিকে নিজের শিল্পী সত্ত্বাকে ধরে রাখা। মুদির দোকানে বসেই একের পর এক ছবি এঁকে চলেছেন চলেছে সুমন মোদক। বৃদ্ধ বাবার দোকান সামলানোর সঙ্গে নিজের স্বপ্ন পূরণের প্রস্তুতি দুই কাজে চলছে পরিপূরক ভাবে। বিস্তারিত জানুন ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *