Kolkata News,রাতের শহরে বেপরোয়া গাড়ির তাণ্ডব, দুই পুলিশ কর্মীকে ধাক্কা, তুলকালাম ক্যামাক স্ট্রিটে – car allegedly hits two police personnel and some pedestrians in kolkata


ফের রাতের কলকাতায় বিলাসবহুল গাড়ির বেপরোয়া গতি। পুলিশের তাড়া খেয়ে ফুটপাথেই দ্রুত গতিতে ছুটল গাড়িটি। পরপর সিগন্যাল ভেঙে নাকা চেকিং-এ পুলিশকে ধাক্কা মারার অভিযোগ। ঘটনায় আহত দুই পুলিশকর্মী ও আরও পাঁচজন পথচারী! মধ্যরাতে ঘটনাটি ঘটেছে কলকাতার ক্যামাক স্ট্রিট এলাকায়।পুলিশ সূত্রে খবর, বুধবার মধ্যরাতে অ্যালেন পার্কের কাছে প্রথমে একটি দ্রুত গতির বিলাসবহুল গাড়িকে আটকানোর চেষ্টা করেন পুলিশ কর্মীরা। অভিযোগ, পুলিশের নির্দেশ না মেনে গতি বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে ওয়াকিটকির মাধ্যমে পরের সিগন্যালের কর্তব্যরত ট্রাফিক সার্জনকে বিষয়টি জানান অ্যালেন পার্কের কাছে থাকা পুলিশ কর্মীরা। খবর পেয়ে বরদান মার্কেটের কাছে নাকা চেকিং-এ গাড়িটিকে আটকানোর চেষ্টা করে পুলিশ। অভিযোগ, সেখানেও নাকা ভেঙে আরও দ্রুতগতিতে বেরিয়ে যায় গাড়িটি। সেই সময় গাড়িটি এক ট্রাফিক সার্জেন্ট এবং এক হোম গার্ডকে ধাক্কা মারে।

এরপর গাড়িটিকে ধরতে কন্ট্রোল রুম থেকে থিয়েটার রোডের সমস্ত সিগন্যাল লাল করে দেওয়া হয়। সিগন্যাল লাল দেখে একটি বাড়ির ভেতরে ঢুকে দ্রুত ইউটার্ন নিয়ে পালানোর চেষ্টা করে গাড়িটি। সেই সময় চালক পুলিশকে ছুটে আসতে দেখে ফুটপাতে গাড়ি তুলে দিয়ে রাস্তার উলটো দিকের ফুটপাত ধরে সেটিকে ছোটাতে থাকে। তখনই ফুটপাতে থাকা তিনজন পথচারী গাড়ির ধাক্কায় আহত হন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এরপর ফুটপাতে থাকা একটি লোহার বিমে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সেই মুহূর্তে বেপরোয়া গাড়িটিকে ধরে ফেলে এলাকার লোকজন এবং চালককে নামিয়ে মারধর শুরু হয়। এদিকে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ এবং সাউথ ও ইস্ট ট্রাফিক গার্ডের আধিকারিকরা। চালককে এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, রাতের শহরে এর আগেও বিভিন্ন সময় গাড়ির বেপরোয়া গতির খবর উঠে এসেছে। কখনও কখনও বেপরোয়া গতির ফলে প্রাণহানির ঘটনাও ঘটে গিয়েছে। গত মাসেই, রাতের শহরে বেপরোয়া গতির বলি হন এক তরুণ। মৃত তরুণের নাম সমীর গায়েন। বছর কুড়ির ওই তরুণ শহিদ স্মৃতি কলোনির বাসিন্দা ছিলেন। এদিকে রাতের শহরে গাড়ির বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করতে সদা তৎপর পুলিশ প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নাকা চেকিংয়ের ব্যবস্থাও করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *