মাউথ অর্গান বাজাতে আগে শুনেছেন নিশ্চয়। কিন্তু নাক দিয়ে মাউথ অর্গান বাজাতে দেখেছেন বা শুনেছেন নাকি? দীর্ঘদিন ধরে এইভাবেই মাউথ অর্গান বাজিয়ে আসছেন চয়ন। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের বাসিন্দা চয়ন চক্রবর্তী তাতেই সুনাম অর্জন করেছেন প্রচুর। বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত মাউথ অর্গান শিল্পী। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড ও সম্মান। এমনকী নাক দিয়ে মাউথ অর্গান বাজিয়ে রেকর্ডও গড়েছেন চয়ন। একটানা ১২ ঘণ্টা নাক দিয়ে মাউথ অর্গান বাজানোর জন্য তিনি লিমকা বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলেছেন। পাশাপাশি বাংলার বেসরকারি টিভি চ্যানেলে জনপ্রিয় রিয়েলিটি শোতেও অংশগ্রহণ করতে সক্ষম হয়েছেন তাঁর এই বিশেষ প্রতিভার কারণে। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।