Nita Ambani Viral Video : অনন্ত-রাধিকার মঙ্গল কামনায় বিশেষ পুজো, আতিথেয়তায় নীতা – nita ambani kind gesture towards paparazzi after special puja ahead of anant radhika wedding watch video


১২ জুলাই অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের নানা অনুষ্ঠান। বিয়ের আগে অনন্ত-রাধিকার মঙ্গল কামনায় বাড়িতে বিশেষ পুজো রেখেছিলেন নীতা আম্বানি (Anant Radhika Special Wedding Puja)। এদিন অতিথি আপ্যায়নের দায়িত্বটাও তাঁকেই সামলাতে দেখা গিয়েছে। সমস্ত চিত্র সংবাদিকদের সঙ্গে এসে কথা বলতে দেখা গিয়েছে। মুম্বইতে প্রবল বৃষ্টি আর এরই মাঝে অনুষ্ঠান (NIta Ambani News)। বৃষ্টিতে চিত্র সংবাদিকদের কোনও অসুবিধা হয়েছে কী না তারও খোঁজ খবর নিতে শোনা গিয়েছে নীতা আম্বানিকে। অনন্ত-রাধিকার বিয়েতে চমকের যেন কোনও শেষই নেই। আন্তর্জাতিক পপ সেনসেশন জাস্টিন বিবার থেকে বলি তারকা অনেকেই হাজির হচ্ছেন বিয়ের আগে একাধিক অনুষ্ঠানে। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *