Tree Plantation: বিশ্ব উষ্ণায়ন রুখতে পড়ুয়াদের কাঁধে গাছের দায়িত্ব – bankura school students take responsibility of tree plantation to tackle global warming watch video


ক্রমশ বেড়েই চলেছে গরম, আর তাতেই স্পষ্ট বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ প্রভাব। পরিবেশকে এই উষ্ণায়নের হাত থেকে রক্ষা করতেই বাঁকুড়ার এক স্কুলে অভিনব উদ্যোগ। গাছই পারে এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে এবং আমাদের রক্ষা করতে। আর তাই, স্কুল হোক বা রাস্তার ধার গাছ লাগানোর উদ্যোগ নিতেে প্রায়শই দেখা যায়। কিন্তু তারপর সেই গাছের সঠিক দেখভাল হয় কী? অনেক সময়েই দেখা যায় সঠিক পরিচর্যার অভাবে গাছ লাগালেও তা আর বাঁচছে না। আর এই গাছগুলি বাঁচাতেই বিশেষ উদ্যোগ নিয়েছে বাঁকুড়ার ঘোষের গ্রাম আঞ্চলিক বিদ্যালয়। সেখানে এক এক পড়ুয়াকে দেওয়া হল এক একটি গাছের দায়িত্ব। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *