Uttarpara Police: সন্ধে নামতেই একের পর এক চুরি, পুলিশের ফাঁদে ২ – uttarpara police arrest a theft gang from eco park and tarapith watch video


গত দুই মাস ধরে বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে উত্তরপাড়া থানার মাখলা, কানাইপুর এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছিল। এই অভিযোগ পুলিশের কাছে আসতেই সক্রিয় হয়ে ওঠেন তাঁরা। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তির ছবি পেয়েছ চন্দননগর কমিশনারেটের পুলিশ অধিকারীকরা। এরপরে জেরা করে আরও কয়েকজন পুলিশ। স্পেশাল টিমের অফিসাররা তারাপীঠ থেকে গত ৭ তারিখ এক অভিযুক্তকে গ্রেফতার করে। জানা গিয়েছে ওই দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার করা হয়েছে মোট পাঁচ লাখ টাকার সোনা ও রুপোর অলংকারকার ও নগদ প্রায় এগারো হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন। উদ্ধার হয়েছে চুরির কাজে ব্যবহৃত লোহার রড, রেঞ্জ, হুক। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *