Anant Radhika Wedding : কিম কার্দাশিয়ান টু টোনি ব্লেয়ার, অনন্ত রাধিকার বিয়ে জমজমাট – world famous personalities attended anant ambani radhika merchant wedding ceremony watch video


বিশ্বের বিভিন্ন প্রান্তের ভিভিআইপি-দের এখন ঠিকানা মুম্বই। তাঁদের সব্বার একটাই গন্তব্য। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর (Anant Ambani Radhika Merchant Wedding )। আজ, ১২ জুলাই স্তব্ধ হতে চলেছে মুম্বই নগরী। বান্দ্রা-কুর্লা কমপ্লেক্স অঞ্চলে যাঁরা কাজ করেন, তাঁদের দেওয়া হয়েছে ওয়র্ক ফ্রম হোম। এই সব তোড়জোড়ের মধ্যেই একের পর এক সেলেব্রিটি হাজির হচ্ছেন মুম্বইয়ে। বৃহস্পতিবারই এসে পৌঁছেছেন সেনসেশনাল কিম কার্দাশিয়ান এবং তাঁর গোটা টিম। এসেছে সস্ত্রীক প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার। অনন্ত-রাধিকার বিয়ে আগামী বেশ কিছু দশকের সবচেয়ে জাঁকজমকপূর্ণ বিয়ে হয়ে থাকতে চলেছে। এমন গালা ইভেন্ট দেশ কবে শেষ দেখেছিল, এখন বোধহয় আর মনে করতে পারবেন না!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *