Anant Radhika Wedding Ceremony : অনন্ত-রাধিকার বিয়েতে দেশ-বিদেশের অতিথি – anant ambani radhika merchant wedding ceremony sanjay dutt and foreign industrialists attended watch video


অনন্ত-রাধিকার প্রাক বিয়ে থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান, শুধু এ দেশের মধ্যেই যে সীমাবন্দ নেই তা বললে খুব একটা ভুল বলা হবে না। তাঁদের সমস্ত অনুষ্ঠানেই দেখা মিলেছে বিদেশের শিল্পপতি থেকে শুরু করে বিদেশি তারকাদের। ১২ জুলাই বিয়ের দিনে সন্ধে নামতেই একে একে আসতে শুরু করেন অতিথিরা। আর সেখানেই দেখা গিয়েছে বিদেশের অতিথিদেরও। অন্যদিকে, ইতিমধ্যেই বলিউডের তারকারাও আসতে শুরু করেছেন মুকেশ এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্রের বিয়েতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *