Durgapur News : অবাক কাণ্ড! নদীর মাঝে ফেনার পাহাড় – durgapur kunur river full of mysterious foam in monsoon watch video


বৃষ্টি হতেই জল বেড়েছে দুর্গাপুরের কুনুর নদীর। আর সেই নদীর মাঝেই ফেনার পাহাড়। জলে অনরগল ভেসে আসছে ফেনা। যা দেখতে ভিড় জমাচ্ছেন বহু মনুষ। বৃহস্পতিবার বিকেলে প্রথমে বেশ কয়েকজনের নজরে আসে এই দৃশ্য। সময় যত গড়াতে থাকে বাড়তে থাকে ভিড়। নদীর মাঝে এমন ফ্যানার পাহাড় দেখে লেন্সবন্দি করতে ছাড়ছেন না কেও। কিন্তু কেনও আচমকা এরম অবস্থা নদীর, প্রশ্ন উঠছে অনেক। জানা গিয়েছে, এর আগে কখনও এই রকম ফেনার রূপ দেখা যায়নি। এই জল যে দূষিত হয়ে গিয়েছে তা যেন এই ফেনা বুঝিয়ে দিচ্ছে। এমনকী এই জল চাষের জমিতে পড়লে যেমন ক্ষতি হবে তেমনি মাছও বাঁচতে পারবে না জলে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসনের আধিকারিকরা। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *