Rainfall Update,উত্তরবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা, ৪৮ ঘণ্টা পর ফের হাওয়া বদল – west bengal weather update rainfall to remain continue in next 48 hours


চলতি বর্ষায় উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে ৫০ শতাংশের বেশি বৃষ্টিপাত হয়েছে। সেই জায়গায় দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের ঘাটতি। এদিকে শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। সপ্তাহান্তে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা বাংলার উপকূলের জেলার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে রাজ্যজুড়ে আগামী ২৪ ঘণ্টা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিন উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুরদুয়ারে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে।

শনিবার বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে। কলকাতা সহ অন্যান্য সমস্ত জেলাতেই এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রবি এবং সোমবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ক্রমশ বৃষ্টিপাত কমবে। ১৭ জুলাই থেকে ফের বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলায়। নীচের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে অবশ্য উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমবে। যদিও রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শনিবার ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

উল্লেখ্য, কলকাতার তাপমাত্রা কিছুটা কমেছে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস কম এবং এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৮০ শতাংশ।

শনি এবং রবিবার শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তাপমাত্রা সেভাবে বৃদ্ধি না পেলেও অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। উল্লেখ্য, আগামী ২৪ ঘণ্টা জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়ে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *