একদিকে উত্তরবঙ্গে যখন বৃষ্টি থামার নাম নেই ঠিক তখনই দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বর্ষার ভারী বৃষ্টি কই? আর তার ফলেই উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে দেখা দিয়েছে বৃষ্টির ঘাটতি। গত কয়েকদিন ধরে আকাশ আংশিক মেঘলা থাকলেও দেখা মিলছিল না বৃষ্টির, অবশেষে শুক্রবার জেলার বিভিন্ন জায়গা সহ কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার দিনভর কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টির ঘাটতি কি এবার কিছুটা মিটতে চলেছে দক্ষিণবঙ্গে? আসুন বিস্তারিত জেনে নিন এই ভিডিয়োতে।