কলকাতা শহরের মতোই বয়স বাড়ছে শহরের বিভিন্ন রুটের বেসরকারি বাসগুলি। তাদের জীর্ণ শরীরের দূষণে ঢাকতে শুরু করেছে তিলোত্তমা। বিষয়টি নিয়ে একটি জনস্বার্থ মামলাও করা হয়েছিল। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ১৫ বছরের বেশি বয়স হয়ে যাওয়া বাস পরিবেশ রক্ষার স্বার্থে কলকাতায় আর চালানো যাবে না। এবার কী তাহলে শহর কলকাতা থেকে এক লহমায় উধাও হতে চলেছে বেসরকারি বাস? এতে সাধারণ যাত্রীদের কোনও সমস্যায় পড়তে হবে না তো? এমনই নানা প্রশ্ন উঠে এসছে। বিষয়টি নিয়ে কী বলছে রাজ্য পরিবহণ দফতর। ইতিমধ্যেই বেসরকারি বাস বাতিল নিয়ে তৈরি বিভ্রান্তি তৈরি হচ্ছে। পরিবহণ মন্ত্রী কী জানালেন এই বিষয়ে? আসুন দেখে নিন এই ভিডিয়ো।