Sujit Bose on Nagerbazar Fire : নাগেরবাজারে অগ্নিকাণ্ড, কী বললেন দমকল মন্ত্রী? – fire breaks out in dum dum nagerbazar factory fire minister sujit bose reaction watch video


কলকাতা শহরে আরও একটা অগ্নিকাণ্ড। পার্কস্ট্রিট, অ্যাক্রোপলিস মল, গাস্টিন প্লেস, চৌবাগা, মাঠপুকুরের পর এবার নাগেরবাজারে আগুন লাগার ঘটনা সামনে এল। স্থানীয় সূত্রে খবর মিলেছে যে, রাত তিনটে নাগাদ প্রথম বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপরই নাগেরবাজারের কাছে ২৯ নম্বর যশোর রোডে গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন লেগে যায় বকে খবর পাওয়া যাচ্ছে। প্রবল বৃষ্টির মধ্যেই ভোররাতে দাউদাউ করে ছড়াতে থাকে আগুন। এই মুহূর্তে দমকলের ২০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আশেপাশে একাধিক কারখানা ও বসতি এলাকা রয়েছে। দ্রুত আগুন না নেভানো গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। দমকল দেরি করে আসাতেই বিপত্তি বাড়ে বলে অনেকের অভিযোগ। দমকলমন্ত্রী এসে কী জানালেন? আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *