খড়কুটোর মত উড়ল মোহনবাগান, শতবর্ষের ডার্বির রং লাল-হলুদ!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শতবর্ষের ডার্বির রং লাল-হলুদ। খড়কুটোর মতো উড়ে গেল মোহনবাগান। খেলার ৯০ মিনিট পর্যন্ত ইস্টবেঙ্গল ২। মোহনবাগান ০। ইনজুরি টাইমে ১ গোল শোধ করে কোনওমতে মুখ বাঁচাল মোহনবাগান। খেলার ফল ২-১। শতবর্ষের ডার্বি ২-১ গোলে জিতে নিল ইস্টবেঙ্গল।

এদিন খেলার শুরু থেকেই মাঠে ইস্টবেঙ্গলের দাপট ছিল চোখে পড়ার মতো। পাসের পর পাস বাড়াচ্ছিল লাল-হলুদ শিবির। সেখানে সবুজ-মেরুনরা ছিল অনেকটাই ম্রিয়মাণ। খেলায় তাদের যেন ঠিক খুঁজেই পাওয়া যাচ্ছিল না। যদিও খেলার প্রথমার্ধ ছিল গোল শূন্য। কোনও পক্ষ-ই কোনও গোল করে উঠতে পারেনি। 

খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০ মিনিটের মাথায় অনবদ্য গোলে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন পি ভি বিষ্ণু। এরপর খেলার ৬৫ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল। ইস্ট বেঙ্গলের হয়ে ফের গোল করেন জেসিন। মোটামুটি তখনই ডার্বিতে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত হয়ে যায়। 

যদিও তারপর ইনজুরি টাইমে ১ গোল শোধ করে সম্মান বাঁচাল মোহনবাগান। মোহনবাগানের হয়ে গোল করেন সুহেল ভাট। প্রসঙ্গত, কলকাতা লিগে এখনও জয়ের মুখ দেখেনি মোহনবাগান। অন্যদিকে, ইস্টবেঙ্গল টানা ৩টি ম্যাচ জিতে নিল। উল্লেখ্য, ১৯২৫ সালে প্রথম ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি হয়। 

আরও পড়ুন, Lionel Messi: ‘মেসিকে মাঠে যে কেউ মার্ক করতে পারে, ও এখন বুড়ো!’, ফাইনালের আগে কলম্বিয়ার টিটকিরি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *