Ankita Adhikari: SSC নিয়োগ দুর্নীতির শুরুতেই চাকরি খুইয়েছিলেন, সেই পরেশ কন্যাই কোচবিহারে দিদির দূত!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাকরি খুইয়ে নতুন কেরিয়ার রাজনীতি। অন্তত পরেশ কন্যার ক্ষেত্রে এটাই হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল রাজ্য রাজনীতিতে। এবার সেই অঙ্কিতাই নয়া দায়িত্ব পেলেন তৃণমূলে। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সম্পাদিকা করা হল তাঁকে। 

আরও পড়ুন, Paschim Medinipur: পুকুরের পাড় থেকে উদ্ধার রক্তাক্ত ব্যক্তি! পরিকল্পিত খুন? ঘনাচ্ছে রহস্য…

শুক্রবার সন্ধ্যায় তাঁর হাতে দলের তরফে নিয়োগপত্র তুলে দেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক৷ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে এদিন অঙ্কিতা অধিকারী বলেন, ‘গত লোকসভা নির্বাচনেও দলের হয়ে কাজ করেছি এবং দলের সকলের সাহায্য পেয়েছি।দলের সকলের সাহায্য পেয়েছি ৷ এবারে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি যে দায়িত্ব দিলেন, তা-ও যথাযথভাবে পালন করার চেষ্টা করব ৷’ 

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘এবারের লোকসভা নির্বাচনের প্রচারে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অঙ্কিতা। শীর্ষ নেত়ৃত্বের নির্দেশে তাঁকে জেলা সম্পাদকের পদে নিযুক্ত করা হল।’ প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর ৷ অভিযোগ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন, ক্ষমতার অপব্যবহার করে মেধাতালিকায় এক নম্বরে মেয়ের নাম তুলিয়ে ছিলেন পরেশ ৷

অভিযোগ উঠেছিল যে, কম নম্বর থাকা সত্ত্বেও বেআইনি ভাবে অঙ্কিতা স্কুলে শিক্ষিকার চাকরি পেয়েছেন। যা নিয়ে মামলা হয়। পরে আদালতের নির্দেশে চাকরি বাতিল হয় অঙ্কিতার। শুধু তাই নয়, বেতনের টাকাও ফেরত দিতে হয় তাঁকে। প্রসঙ্গত, চলতি বছরে লোকসভা নির্বাচনে তৃণমূলে সক্রিয় ভাবে কাজ করতে দেখা গিয়েছে অঙ্কিতাকে। লোকসভা ভোটে মেখলিগঞ্জে ভাল ফল করেছে তৃণমূল। ওই কেন্দ্রটি অঙ্কিতার বাবা পরেশের। 

আরও পড়ুন, Keshpur Accident: ভয়ংকর দুর্ঘটনা, অ্যাম্বুল্যান্সের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৬…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *