বিধানসভা উপনির্বাচনে হোয়াইট ওয়াশ হল বিজেপি। চারটি আসনেই জয় জোড়াফুলের। মতুয়া গড়ে কামব্যাক করল তৃণমূল। একইসঙ্গে ঠাকুরনগর ঠাকুরবাড়ির সদস্য মধুপর্না ঠাকুর নির্বাচিত হলেন বিধানসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে। উপনির্বাচনের ফল ঘোষণা হতেই শুরু বিজয়োল্লাস। উচ্ছ্বসিত তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। ইতিমধ্যেই এই জয়ে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়েছে পাশাপাশি চলছে সবুজ আবির খেলা। নির্বাচনী প্রচারে নেমে মধুপর্ণা জানিয়েছিলেন লোকসভা নির্বাচনে বিজেপি গড় হিসেবে উঠে আসা বনগাঁয় তিনি ঘাস ফুল ফোটাবেন। অবশেষে সেই কথাও সত্যি করলেন ঠাকুরবাড়ির এই সর্বকনিষ্ঠ রাজনৈতিক সদস্য। তিনি এবারে হলেন বাংলার বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক। লোকসভা ও উপনির্বাচনের ফলের ফারাক কেন? ভুল বোঝানোকেই দায়ী করলেন মধুপর্ণা। কী বললেন? আসুন দেখে নিন এই ভিডিয়ো।