উল্লেখ্য, মুকেশ আম্বানির ছোট ছেল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে যোগ দিতে মুম্বইয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। শনিবার দমদম বিমানবন্দরে আম্বানি পরিবারের আতিথ্যেয়তার প্রশংসা শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুকেশ আম্বানি, তাঁর পরিবার এবং লোকজন সকলে খুব সম্মান দিয়েছেন। তাঁদের ধন্যবাদ। অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে। অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা হয়েছে। ৪ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁকে আসতে অনুরোধ করেছি।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের আপ্যায়ণের জবাবে কী বলেছেন বিগ বি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অমিতজি বলেন, আমি গিয়ে আর কী করব! সব ভাষণ দিয়ে দিয়েছি। আমি তাঁকে বলেছি, আপনি কবিতা বলুন। আপনার উপস্থিতি কাম্য।’
ডিসেম্বর মাসেই কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে চলেছে, সেই ইঙ্গিতও দেন মমতা। তবে আম্বানিদের বিয়েতে শাহরুখ খানের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি। শাহরুখ খান ২০২৩ সালের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারেননি। বদলে হাজির ছিলেন সলমান খান। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় জানিয়েছিলেন, ‘শাহরুখ খানের মেয়ের ছবি মুক্তি পাচ্ছে। তার জন্য তিনি ব্যস্ত।’ উল্লেখ্য, সেই সময়ই প্রথম বলিউডে ডেবিউ করেন শাহরুখ কন্যা সুহানা। একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘দ্য আর্চিস’।
উল্লেখ্য, আম্বানি পরিবারের বিয়েতে বহু দেশ-বিদেশের সেলেবরা উপস্থিত হয়েছিলেন। সচিন তেন্ডুলকর, বসুন্ধরা রাজে সহ আরও অনেকের সঙ্গেই সাক্ষাতের কথা জানান মুখ্যমন্ত্রী। বসুন্ধরা রাজের সঙ্গে বহুদিন পর সাক্ষাৎ হয়েছে এই বিয়ের অনুষ্ঠানে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুম্বইয়ে গিয়ে উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করেন তিনি।