Krishna Kalyani Raiganj TMC: রায়গঞ্জে জয়ী তৃণমূল, লোকসভায় হারের কারণের বিস্ফোরক ব্যাখা কৃষ্ণ কল্যাণীর – raiganj assembly by polls 2024 tmc candidate krishna kalyani wins by huge margin know his reaction watch video


রায়গঞ্জে উপনির্বাচনে জয়লাভ কৃষ্ণ কল্যাণীর। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রথমবার জয় তৃণমূলের। হাতছাড়া বিজেপির জয়ী আসন। সকাল থেকে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই এগিয়ে ছিল, শেষে জয়ী ঘোষণা করা হল তাঁকে। বিজয় উল্লাসে তৃণমূল কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণ কল্যাণী লোকসভা ভোটে হারের ব্যখ্যা করলেন। শনিবার সকাল থেকেই চার বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস দল। গণনা রাউন্ড যত এগোচ্ছে ততই পিছিয়ে পড়ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। লোকসভায় নির্বাচনে রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। আর তিনি হেরে যান বিজেপির কার্তিক পালের কাছে। তবে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে আবার তাঁর উপরই ভরসা রেখেছিল শাসকদল। এবার তিনি জিতলেন। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *