Midnapore News,রোগী নিয়ে যাওয়ার পথে কেশপুরে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬ – several dead in a road accident at west midnapore keshpur


রোগী নিয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত ৬। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের পঞ্চমীর কাছে। মৃতদের মধ্যে একাধিক মহিলাও রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, ঘাটাল থেকে রোগী নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দিকে যাচ্ছিল একটি অ্যাম্বুল্যান্স। অন্যদিকে মেদিনীপুর থেকে কেশপুরের দিকে যাচ্ছিল একটি লরি। সেই সময় পঞ্চমীর বড় পোলের কাছে ঘটে যায় দুর্ঘটনা। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে কয়েকদন মহিলাও রয়েছেন। আহত হন আরও কয়েকজন। আহতদের তড়িঘড়ি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। আহতরা চন্দ্রকোনা ক্ষীরপাই এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছয় কেশপুর থানার পুলিশ ও কোতয়ালি থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার। তিনি জানান, একটি সিমেন্ট বোঝাই লরি কেশপুরের দিকে যাচ্ছিল। সেই সময় মেদিনীপুরের দিকে আসা অ্যাম্বুল্যান্সটির সঙ্গে দুর্ঘটনা ঘটে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, কী ভাবে ঘটল দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে লরি চালক মদ্যপ ছিলেন কি না, সেই দিকটিও দেখা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবারই প্রচণ্ড বৃষ্টির মাঝে ফের একবার দুর্ঘটনা ঘটে যায় দিঘার রাস্তায়। দুর্ঘটনায় মৃত্যু হয় ২ জনের। আহত হন আরও ২ জন। দুর্ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের বাজকুলে। আহতদের প্রথমে তড়িঘড়ি বাজকুলের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে স্থানাস্তরিত করা হয় তমলুকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারিশদা কালীনগর থেকে মাছ নিয়ে মোটর ভ্যানে চেপে ৪ ব্যক্তি নন্দকুমারের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে একটি লরি আসছিল কাঁথির দিক থেকে। সেই সময় প্রচণ্ড বৃষ্টির মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে লরি এবং মোটর ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরেই মোটর ভ্যানে থাকা চার ব্যক্তি রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়। বাকি ২ জনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বাজকুলের একটি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় তমলুকে। এদিকে এই দুর্ঘটনার জেরে সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ভূপতিনগর থানার পুলিশ। লরি ও মোটর ভ্যানটিকে জাতীয় সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *