Ranaghat Dakshin Assembly Constituency,দুরন্ত কামব্যাক, রানাঘাট দক্ষিণের ‘অধিকারী’ তৃণমূলের মুকুট – mukut mani adhikari wins in ranaghat dakshin assembly bye election


লোকসভা নির্বাচনে জয় আসেনি। তবে বিধানসভা উপনির্বাচনে আবারও ঘুরে দাঁড়ালেন। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। ৩৯,০৪৮ ভোটে জয়ী হয়েছেন মুকুটমণি। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ১৩ হাজার ৫৩৩। বিজেপি প্রার্থী মনোজকুমার বিশ্বাস পেয়েছেন ৭৪,৪৮৫ ভোট। আর সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাসের ঝুলিতে গিয়েছে ১৩,০৮২ ভোট।জয়ের পর রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মুকুটমণি অধিকারী। তিনি বলেন, ‘আমরা আপ্লুত, আমরা কৃতজ্ঞ। রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নত মস্তকে প্রণাম জানাচ্ছি। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা চির কৃতজ্ঞ। লোকসভা ভোটে একটা আঙ্গিকে মানুষ ভোট দিয়েছিল। মানুষের মনে হয়েছিল বিজেপি জিতলে দেশে কোনও বড় পরিবর্তন হবে, অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা আসবে, বছরে ২ কোটি চাকরি হবে, মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃশ্বর্ত নাগরিকত্ব পাবে, মানুষের সার্বিক উন্নয়ন হবে। কিন্তু কোনও কথা রাখেনি বিজেপি, কোনও কাজ করেনি। যেটুকু উন্নয়ন হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে।’ রানাঘাট দক্ষিণ কেন্দ্রে যে কাজগুলি হয়নি ও মানুষের যা চাহিদা সেই অনুযায়ী আগামীদিনে কাজ করবেন বলেও জানিয়েদেন মুকুটমণি।

এদিন গণনা শুরুর পর সময় যত এগিয়েছে ততই ব্যবধান বাড়িয়েছেন মকুটুমণি অধিকারী। আর ব্যবধান যত বেড়েছে ততই তৃণমূল কর্মী সমর্থকদের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দ ও উচ্ছ্বাস। আর জয় ঘোষণার পরেই সবুজ আবীর উড়েছে রানাঘাট দক্ষিণের আকাশে বাতাসে। লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রে পরাজয়ের পর এই জয় তৃণমূল কর্মী সমর্থকদের নতুন করে অক্সিজেন দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিকমহলের একাংশ।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই বিজেপির টিকেট জয়ী হয়েছিলেন মুকুটমণি অধিকারী। পরবর্তীতে লোকসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। তাঁকে রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থীও করে তৃণমূল। অন্যদিকে লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রে ফের একবার জগন্নাথ সরকারকেই প্রার্থী করে বিজেপি। নির্বাচনী লড়াইতে জগন্নাথ সরকারের কাছে পরাজিত হয় মুকুটমণি। কিন্তু যেহেতু রানাঘাট দক্ষিণ আসনটি মুকুটমণি ছেড়ে গিয়েছিলেন, তাই ওই কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করা হয়। এই উপনির্বাচনেও মুকুটমণিকেই প্রার্থী করে তৃণমূল। তবে এবার আর তাঁকে খালি হাতে ফেরাননি ভোটাররা। ফের একবার রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জয়ী হলেন মুকুটমণি অধিকারী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *