Shah Rukh Khan in Anant Radhika Wedding:গৌরীর বাহুডোরে শাহরুখ,অনন্ত-রাধিকার বিয়ের শো স্টপার – shah rukh khan with wife gauri khan spotted at anant radhika wedding ceremony posing for paparazzi watch video


সব পার্টির প্রাণ তিনি। শাহরুখ খান উপস্থিত মানে পার্টির এনার্জি বেড়ে যায় ১০০ গুণ। তিনি কোনও একটি জেনারেশনের নন, শাহরুখ খান ইজ ফর এভার। তাঁর প্রেমে আজও হাবুডুবো বহু। তবে কিং আজও গৌরীর প্রেমেই হাবুডুবু। মাঝে অন্যরকম কিছু গুঞ্জন শোনা গেলেও, সেই সবই অতীত। আজও গৌরীকে সর্বত্র আগলে রাখেন কিং খান। ঠিক যেমনটা করলেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানেও। দেশের সবচেয়ে ধনী ব্যক্তির সবচেয়ে ছোট সন্তানের বিয়ে বলে কথা। ছোট ছেলের বিয়েতে কোনও ফাঁক রাখতে চান নি মুকেশ ও নীতা আম্বানি। আর তাই তো রাজনৈতিক মতবাদ, দল নির্বিশেষে দেশের সব নামী নেতা-মন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে অনন্ত ও রাধিকার বিয়েতে। পাশাপাশি হাজির ছিল গোটা বলিপাড়া। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *