Tmc Councillor,কাউন্সিলরের দাদাগিরি, মুখ্যমন্ত্রীকে নালিশ চার্চ সংগঠনের – church organization writes to cm mamata banerjee accusing tmc councillor trying to occupy property


এই সময়: কলকাতা পুরসভার এক কাউন্সিলারের বিরুদ্ধে খ্রিস্টান নার্সিং কলেজের জমিতে নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল। তা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছে ‘ডায়োসেস অফ ক্যালকাটা’। যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি অবশ্য দাবি করেছেন, নার্সিং কলেজের পাশে পুকুর বুজিয়ে বেআইনি নির্মাণ হচ্ছিল। তা নিয়ে প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেহালার ডায়মন্ড হারবার রোডের পাশে সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং নামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণের কাজ চলছিল। অভিযোগ, সেই সময়ে ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সুদীপ পোল্লে তাঁর দলবল পাঠিয়ে কাজ আটকে দেন।

কিছুদিন আগেই শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ ওঠার পরে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশের পরে তড়িঘড়ি করে প্রশাসনের তরফে সেই জমি ফিরিয়ে দেওয়া হয় মিশনের হাতে। তার রেশ কাটতে না কাটতেই খোদ কলকাতার বুকে কাউন্সিলারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে শাসক দল।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘কেউ যদি বেআইনি নির্মাণ করে থাকেন সেটা বিল্ডিং বিভাগকে জানানো উচিত ছিল কাউন্সিলারের। তাঁর এ বিষয়ে নাক গলানোর কথা নয়।’

ব্যারাকপুরে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, প্রকাশ্য়ে CCTV ফুটেজ

কাউন্সিলারের অভিযোগ উড়িয়ে ডায়োসেস অফ ক্যালকাটা’র প্রতিনিধি রাঘব নায়েক বলেন, ‘আমরা আমাদের জায়গাতেই কিছু রক্ষণাবেক্ষণের কাজ করছিলাম। ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের দলবল এসে বাধা দেয়। বলে পাঠানো হয় যে, আমাদের উচ্চতর কর্তৃপক্ষ যেন ওর সঙ্গে গিয়ে দেখা করেন।’

এ বিষয়ে তৃণমূল কাউন্সিলার সুদীপ পোল্লে বলেন, ‘পুকুর বোজানোর জন্য এক বছর আগেই পুরসভা থেকে ওদের নোটিস দেওয়া হয়েছিল। আমি কাগজ দেখতে চেয়েছিলাম। ওরা কোনও কাগজ দেখাতে পারেনি। আমি একজন কাউন্সিলার, এলাকায় কোথায় অবৈধ নির্মাণ হচ্ছে, সেটা দেখা আমার কাজ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *