University Of Burdwan,অবশেষে অর্ণবের পিএইচডি নিয়ে কাটল জট, ভর্তির নোটিশ দিল বর্ধমান বিশ্ববিদ্যালয় – burdwan university issued history phd counselling notice will help maoist leader arnab dam


অবশেষে কাটল জট! বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তির কাউন্সেলিংয়ের নোটিশ দেওয়া হল। প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দামের পিএইচডি করা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। অবশেষে, সেই সমস্যা দূর হল বলে মনে করা হচ্ছে।সোমবার সম্ভবত ভর্তি হবেন জেল বন্দী প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম। বিশ্ববিদ্যালয়ের পক্ষে নোটিফিকেশন করে জানানো হল, আগামী ১৫ তারিখ সোমবার দুপুর ৩ টে থেকে ইতিহাসে পিএইচডির ভর্তি পরীক্ষার কাউন্সিলিং হবে। ৯ তারিখ হওয়ার কথা ছিল ভর্তি পরীক্ষার কাউন্সিলিং-এর। বিশ্ববিদ্যালয় ৮ তারিখ নোটিফিকেশন জারি করে স্থগিত করে কাউন্সিলিং।

পিএইচডির প্রবেশিকা পরীক্ষায় প্রথম হন অর্ণব দাম। তবে ফলাফল প্রকাশের পর ভর্তির কাউন্সেলিং হঠাৎ স্থগিত করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের তরফে। এরপরেই শুরু হয় বিতর্ক। তবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্রের দাবি, অর্ণব যেহেতু সংশোধনাগারে বন্দী সেহেতু সংশেধনাগার কতৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে অফলাইন কোর্সওয়ার্ক সে কী ভাবে করবে এবং নিরাপত্তা ব্যবস্থা কী হবে।

পাশাপাশি আরোও জানতে চাওয়া হয় এ বিষয়ে কারা দফতরের ঊর্ধ্বতন কতৃপক্ষের অনুমতি আছে কিনা? মেল করে বিশ্ববিদ্যালয়ের তরফে জানতে চাওয়া হয় হুগলি সংশেধনাগার কতৃপক্ষের কাছে। উপাচার্য জানিয়েছিলেন, চিঠির উত্তর পাওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর আজই বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে আগামী সেমবার ইতিহাসে পিএইচডি ভর্তির কাউন্সিলিং এর ডেট জানিয়ে নোটিফিকেশন জারি করে বিশ্ববিদ্যালয়।

এই বিতর্কে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদিও প্রথম থেকেই দাবি করছিলেন যে অর্ণবের গবেষণায় কোনও আপত্তি নেই তাঁদের। অকারণে এই বিষয়টি নিয়ে জলঘোলা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এর মাঝেই তৃণমূল নেতা কুণাল ঘোষ বিষয়টি নিয়ে সরব হন। তিনি সরাসরি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেন। পালটা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে’ কেউ কুণালকে ভুল তথ্য দিয়েছেন।

অর্ণবের পাশে এবার কুণাল, কারা দপ্তর চিঠি দিচ্ছে বিশ্ববিদ্যালয়কে
উল্লেখ্য, পশ্চিম মেদিমীপুরের শিলদা ইএফআর ক্যাম্পে হামলায় অভিযুক্ত ছিলেন অর্ণব দাম। গত ২৯ ফেব্রুয়ারি সাজা ঘোষণার পর প্রথমে পশ্চিম মেদিনীপুর জেল তারপর গত ১৭ মার্চ থেকে তিনি হুগলি জেলা সংশোধনাগারে বন্দি হয়ে রয়েছেন। জেলে তিনি পিএইচডি করার সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন। বিচারক সেটা তাঁর আদেশে নথিভুক্তও করে সংশ্লিষ্ট কতৃপক্ষকে তা বিবেচনা করতে বলেছিলেন। এরপর পরীক্ষা দিয়ে সেই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *