Skip to content
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের আশীর্বাদের অনুষ্ঠানে এসেছিলেন হাজির হয়েছিল বিটাইন। হাজির হয়েছিলেন ভাইজানও। সোয়্যাগ নিয়েই ক্যামেরায় ধরা দিলেন সল্লু মিঞা। ভাইজান এলেন ক্যামেরায় ধরা দিলেন চলে গেলেন। আশীর্বাদের অনুষ্ঠানের দেখা মিলেছে ড্রিম গার্ল হেমা মালিনিরও। পিঙ্ক শাড়িতে নজর কেড়েছেন হেমা। দেখা গিয়েছে কন্যা অহনা দেওয়ল এবং জামাই বৈভব বোহরাকেও। আরআর খ্যাত দক্ষিণি তারকা রামচরণকেও দেখা গিয়েছে আম্বানিদের অনুষ্ঠানে। স্ত্রী উপাসনাকে-কে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রামচরণ।
Source link