Ankita Adhikari : রাজনীতির ময়দানে পরেশ কন্যা অঙ্কিতা, কোচবিহারে তৃণমূলের বড় দায়িত্ব – former state minister paresh adhikari daughter ankita adhikari as tmc district editor of cooch behar watch video


চব্বিশে ভোট মিটতেই শুরু দলে নয়া রদবদল। রাজনীতির ময়দানে এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী এবার তৃণমূলে নয়া ভূমিকায়। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সম্পাদিকা পদে স্থলাভিষিক্ত হলেন তিনি। পিতা পরেশ অধিকারী প্রবীণ রাজনীতিবিদ। পালাবদলের মরশুমে যোগ দেন তৃণমূলে। মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। দলে এই প্রথম এত বড় দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত অঙ্কিতাও। প্রসঙ্গত এস এস সি নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারীর। মেধাতালিকায় নাম না থাকা সত্বেও মেধাতালিকার ওপরে থাকা চাকরি প্রার্থীকে টপকে তার চাকরি হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এরপর আদালত তাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *