Chit Fund : টাকা দ্বিগুণ করে দেওয়ার নামে প্রতারণার ফাঁদ শহরে, পুলিশের জালে মূল চক্রী – bidhannagar police arrested a person for allegedly running a chit fund


টাকা রাখলে দ্বিগুণ করে দেওয়া হবে। এমনই প্রতারণার ফাঁদ তৈরি করে চালানো হচ্ছিল কোম্পানি। চিট ফান্ড কোম্পানি খুলে প্রতারণার অভিযোগ। অবশেষে পুলিশের জালে প্রতারক। ঘটনা এয়ারপোর্ট থানা এলাকায়।জানা গিয়েছে, চিট ফান্ড সংস্থা খুলে লক্ষাধিক টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে। প্রতারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নয়ডা থেকে গ্রেফতার করা হল একজনকে। আইটি কর্মীর অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, এয়ারপোর্ট থানার অন্তর্গত এলাকার বাসিন্দা পেশায় আইটি কর্মী সোয়েতা দত্ত 2021 সালে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, আমিষ্টার নামক একটি কোম্পানিতে জনৈক মৃন্ময় পালের কথায় ২৪ লাখ টাকা জমা করেন তিনি। তাঁর কথায়, জনৈক ওই ব্যক্তি পরামর্শ দেয়, তার এই কোম্পানিতে টাকা রাখলে এই টাকা দ্বিগুণ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। এই প্রলোভনে তিনি ২৪ লাখ টাকা জমা করেন।

এর কিছুদিন পরেই মৃন্ময় পাল যোগাযোগ বিচ্ছিন্ন করে পলাতক হয়ে যায়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এয়ারপোর্ট থানার দ্বারস্থ হন ওই আইটি কর্মী মহিলা। ঘটনা তদন্ত শুরু করে পুলিশ মৃন্ময় পালের কলকাতার অফিস গেলে জানতে পারে সেখান থেকে তিনি অফিস বন্ধ করে চলে গিয়েছেন। এরপরে বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে অবশেষে উত্তর প্রদেশের নয়ডা এলাকায় হানা দেয় পুলিশ।

সেখানে একটি অভিজাত ফ্ল্যাট থেকে মৃন্ময় পালকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই মৃন্ময় পাল চিট ফান্ড সংস্থা খুলে একাধিক মানুষের থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করেছিলেন। আজ, রবিবার অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে তোলা হবে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তদন্ত করে দেখছে এয়ারপোর্ট থানার পুলিশ।

সাইবার হানায় অ্যাকাউন্ট থেকে গায়েব হচ্ছে টাকা! বিপদে পড়লে কোন নম্বরে ফোন করবেন?
শহর জুড়েই এই ধরনের আর্থিক প্রতারণার কোম্পানি ব্যবসা চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। সাইবার ক্রাইমের উপর নির্ভর করে অথবা কোনও লোন বা আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে এই ধরনের কোম্পানি প্রতারণার ফাঁদ পেতে ব্যবসা চালাচ্ছে। কোনওরকম আর্থিক লেনদেনের মাঝে বৈধতা‌ রয়েছে কিনা, সে ব্যাপারে মানুষকে একাধিকবার সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে পুলিশের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *