Hooghly : পুলিশ হওয়ার স্বপ্ন অধরা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকাল মৃত্যু হুগলির যুবকের – hooghly chinsurah young boy want to join west bengal police expired for electrifying


পুলিশের চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। দৌড়নোর অনুশীলন করার পর স্নান করতে গিয়ে বিপত্তি। তড়িতাহত হয়ে মৃত্যু হল যুবকের। মৃত যুবকের নাম আকাশ সিংহ (২২)। মর্মান্তিক ঘটনা হুগলি জেলার চুঁচুড়ায়।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের দত্ত কলোনীর বাসিন্দা ছিলেন আকাশ সিং। কয়েকজন বন্ধুর সঙ্গে রোজই দৌড়তে যান চুঁচুড়া কৃষি খামারে। চুঁচুড়া স্টেশনের কাছে ধান্য গবেষণা কেন্দ্রের ভিতর রয়েছে কৃষি খামার। সেখানে ফাঁকা রাস্তায় তারা প্র্যাকটিস করে।

আজ সকালে প্রতিদিনের মতোই গিয়েছিল আকাশ। তাঁর সঙ্গে সাগর বিশ্বাস নামে এক বন্ধু ছিল। প্র্যাকটিস শেষে গভীর নলকূপের জলে স্নান করে তাঁরা। নলকূপের পাইপে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় আকাশ। তাঁর বন্ধু বুঝতে পেরে রাস্তা থেকে টোটো ডেকে আনেন। এক কৃষি শ্রমিক তখন জমিতে কাজ করছিলেন। তাঁর সাহায্যে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষা করে জানিয়ে দেন মৃত্যু হয়েছে যুবকের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আকাশের বাবা লক্ষ্মী নারায়ন সিং দিন মজুর। আকাশ বাড়ির বড় ছেলে। তার এক ভাই এক বোন আছে। সংসারের হাল ধরতে একটা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছিলেন তিনি। পুলিশ বা সেনাবাহিনীতে সুযোগ পেতে দৌড় অনুশীলন করতেন নিয়মিত। তার সেই দৌড় এভাবে থেমে যাবে ভাবতেও পারেননি স্থানীয় লোকজন। শোকস্তব্ধ গোটা এলাকা।

স্থানীয়দের অভিযোগ, চুঁচুড়ায় যত মাঠ সব ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়ায় দৌড়নোর মাঠ পাওয়া যায় না। তাই বন্ধুদের সঙ্গে ফার্মে দৌড়াতে যেত আকাশ।।দৌড় শেষে স্নান করে বাড়ি ফিরত। কিন্তু আজ আর বাড়ি ফেরা হল না। ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।

South Dinajpur School : মিড ডে মিলের লাইনে দাঁড়িয়ে পড়ুয়ার মৃত্যু! স্কুলে তাণ্ডব, মারধর শিক্ষকদের
স্থানীয়রা মনে করছেন, নলকূপটি কোনওভাবে তড়িতাহত হয়ে যায়। বিষয়টি বুঝতে পারেনি দুই বন্ধুই। প্র্যাকটিস শেষে গভীর নলকূপের জলে স্নান করে তাঁরা। নলকূপের পাইপে হাত দিতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে যায় দু’জনেই। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *