অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হতেই শুরু হয়েছে বিয়ের পরবর্তী নানা অনুষ্ঠান। ১৩ জুলাই ছিল তাঁদের আশির্বাদের অনুষ্ঠান। নবদম্পতিকে আশির্বাদ করতে এসেছিলেন বলি তারকা থেকে শুরু করে ক্রিকেট তারকা, রাজনৈতিক নেতা-নেত্রীরাও। সেখানেই আমাদের লেন্সবন্দি জ্যাকি শ্রফ। নবদম্পতি অনন্ত-রাধিকাকে আশির্বাদ করতে সুন্দর এক উপহার নিয়ে হাজির হয়েছিলেন জ্যাকি। পরিবেশ বাঁচাতে গাছের গুরত্ব কতটা তা কারও অজানা নয়। উপহার স্বরূপ সেই গাছই নিয়ে এসেছিলেন জ্যাকি। ঢোকার মুখে আমাদের লেন্সবন্দি বলি তারকা। অন্যদিকে, এই অনুষ্ঠানে দেখা গিয়েছে বিশ্ববিখ্যাত সুরকার এআর রহমানও। আর কারা এসেছিলেন আশির্বাদের অনুষ্ঠানে চলুন দেখেনি তার এক ঝলক।