উল্লেখ্য, কিছুদিন আগেই হুগলির দাদপুরের হারিট হাই স্কুলের বিজ্ঞান বিভাগের উদ্বোধন করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজ্ঞান বিভাগ চালু হয়েছে বলে এসেছি। সবসময় বড়দের অনুষ্ঠানে যাই। কচিকাঁচাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছে ছিল। তাই এসেছি। ছোটরা খুব খুশি। সকলে ভীষণ আনন্দিত।’
পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য যাবতীয় কাজ করবেন বলে জানান তিনি। স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত জানিয়েছিলেন, বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরিটি তৈরি করার জন্য বিধায়ক তহবিল থেকে ৩ লাখ টাকা দেওয়া হয়েছিল। পরে আরও পাঁচ লাখ টাকা দেওয়ার বিষয়েও জানান তিনি। স্কুলের প্রধান শিক্ষক রতন কুমার পালের কথায়, ‘ স্কুলে বিজ্ঞান বিভাগ না থাকার কারণে একাদশ শ্রেণিতে অন্য স্কুলে চলে যেতেন অনেকেই। আজ বিজ্ঞান বিভাগটি চালু হয়েছে। আমরা সকলেই খুশি।’
প্রসঙ্গত, ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ রচনা বন্দ্যোপাধ্য়ায়কে প্রার্থী করেছিল তৃণমূল। রাজনীতিতে নবাগতা রচনা প্রচার ময়দানে দাপিয়ে বেড়িয়েছেন প্রথম দিন থেকেই।
তাঁর বেশ কিছু মন্তব্য নিয়ে ট্রোল হলেও তাতে বিশেষ আমল দেননি তিনি। বরং তিনি বারবার বলে এসেছেন, যে কোনও ধরনের প্রচারই খারাপ নয়। মানুষের সেবা করার জন্য সুযোগ চেয়েছিলেন তিনি। ২০২৪ সালের লোকসভা ভোটে তাঁকে সেই সুযোগ দেন স্থানীয় মানুষজন।