বুধে হাওয়া বদল? কী বলছে হাওয়া অফিস? দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের সব জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাল হাওয়া অফিস (Kolkata Monsoon Update)। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় কোনও সতর্কতা নেই। ১৫ জুলাই দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে (West Bengal Forecast)। উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর বাদে সব জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। আসুন দেখে নিন এই ভিডিয়ো।