স্থানীয়রাই পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই দুই জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে। এদিকে ওই পিক আপ ভ্যানটি সেই মুহূর্তেই ঘটনাস্থল ছাড়ে। ঘাতক গাড়িটির সন্ধান করছে পুলিশ।
রাজ্য সরকারের তরফে পথ নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একাধিক প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর মতো উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু, তা সত্ত্বেও জাতীয় সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দৃশ্য বারবার উঠে এসেছে।
কিছুদিন আগেই নদিয়ার শান্তিপুরে কারিগত পাড়া এলাকায় সুরেশ আনসারী নামক এক যুবকের পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে। বাইক চালানোর সময় হেলমেট মাথায় ছিল না বছর ২১-এর সুরেশের। পাশাপাশি বাইকের গতিও অনেক বেশি ছিল বলে জানা যাচ্ছে। মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে একটি গাছে ধাক্কা দেন তিনি। তাঁর বাইকের পেছনে ছিল অপর এক যুবক। তাঁর মাথাতেও হেলমেট ছিল না। এই দুই যুবককে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সুরেশকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ প্রশাসনের একাংশের কথায়, ‘পথ নিরাপত্তার জন্য লাগাতার প্রচার চালানো হচ্ছে। বিভিন্ন কর্মসূচি, প্রচার অভিযানের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সচেতনতামূলক পোস্ট করা হচ্ছে। এই ধরনের দুর্ঘটনা ঠেকানোর জন্য সাধারণ মানুষকে পর্যাপ্ত সচেতন হতে হবে।