বর্ধমান বিশ্ববিদ্যালয়,মিটল PhD-র কাউন্সেলিং, রাজ্যের সহযোগিতায় কৃতজ্ঞ অর্ণব – maoist leader arnab dam phd counselling successfully done at burdwan university


উচ্চতর শিক্ষায় সুযোগ করে দেওয়ার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানালেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অর্ণব দামের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয়। পিএইচডিতে ভর্তি হলেন তিনি। কড়া নিরাপত্তার মোড়কে তাঁকে এদিন বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়েছিল।দীর্ঘ টালবাহানার পর অবশেষে পিএইচডি করার সুযোগ পাচ্ছেন অর্ণব দাম। এদিন তিনি বলেন ‘উচ্চতর শিক্ষা এবং গবেষণার এই সুযোগ করে দেওয়ার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতি আমি কৃতজ্ঞ থাকব। তাছাড়া কারা দফতরের আধিকারিক এবং রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এই জায়গায় আসতে পারতাম না। তাই তাঁদেরকে আমি ধন্যবাদ জানাই।’

কড়া পুলিশি নিরাপত্তায় বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে অর্ণবকে নিয়ে আসে সংশোধনাগার কর্তৃপক্ষ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কম্পোজিট আর্টস্ বিল্ডিং-এর ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলী সভাকক্ষে হয় তাঁর কাউন্সিলিং। প্রায় দুই ঘণ্টা ধরে তাঁর কাউন্সেলিংয়ের পর্ব চলে। অর্ণবের সঙ্গে ছিল সাদা পোশাকের পুলিশ ছিল। বিকেল চারটে নাগাদ তাঁকে ফের বিশ্ববিদ্যালয় থেকে পুলিশের গাড়িত চাপিয়েই নিয়ে যাওয়া হয় বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, অর্ণব দামের ভর্তি প্রক্রিয়া এদিন সম্পন্ন হয়েছে। এর পর তাঁকে শুধুমাত্র ফি জমা দিতে হবে। আগামী শুক্রবার ফি জমা দেওয়ার দিন রয়েছে। তবে ফি জমা দেওয়ার জন্য তাঁকে বিশ্ববিদ্যালয়ে না এলেও চলবে বলে জানানো হয়। অনলাইনে ফি জমা করতে পারবেন তিনি।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে ইতিহাস নিয়ে গবেষণার জন্য পিএইচডির প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন অর্ণব। পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, তিনি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। এরপর ভর্তির জন্য ৯ জুলাই কাউন্সেলিংয়ের তারিখ নির্ধারিত হয়। কিন্তু হঠাৎ ৮ তারিখ কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত জানায় বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরেই বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। তাঁর ভর্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়।

বর্ধমান সংশোধনাগারে স্থানান্তরিত অর্ণব দাম, সোমবার পিএইচডি-তে ভর্তির জন্য মঞ্জুর প্যারোল
তবে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, তাঁর ভর্তির প্রক্রিয়া নিয়ে কোনও আপত্তির বিষয় নেই। তবে অর্ণব দাম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। সেই কারণে তাঁর নিরাপত্তার বিষয়টি কী হবে, সেই নিয়ে ধন্দে ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই কারণে হুগলি জেলা সংশোধনাগারকে চিঠি দিয়ে বিষয়টি জানতে চাওয়া হয়। কারা কর্তৃপক্ষের তরফে সদুত্তর মেলায় আজ, সোমবার কাউন্সেলিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *