শনিবারই ঘোষিত হয়েছে চার বিধানসভার উপনির্বাচনের ফলাফল। রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ ও মানিকতলা বিধানসভা উপনির্বাচন সম্পন্ন। এই চার আসনেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরাই। মানিকতলা বিধানসভা কেন্দ্রে থেকে রেকর্ড গড়ে জয়ী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। রাণাঘাট দক্ষিণে দুরন্ত কামব্যাক মুকুটমণি অধিকারীর। রায়গঞ্জ বিধানসভা আসনেও দাপটের সঙ্গে জিতেছেন কৃষ্ণকল্যাণী। মতুয়া গড় বাগদায় জয় এসেছে মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরের হাত ধরে। মধুপর্ণাই বিধানসভার সর্বকনিষ্ঠ নির্বচিত সদস্য। এই চার প্রার্থীর জয়ের পর এবার চিন্তার মেঘ তাদের শপথ নিয়ে। সম্প্রতি রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে বরানগর ও ভগবানগোলা উপনির্বাচনে জয়ী হওয়া দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন সরকারের শপথ নিয়ে ব্যাপক জটিলতা তৈরি হয়েছিল। শেষ অবধি ফলাফল ঘোষণা এক মাসেরও বেশি সময় কেটে যাওয়ার পর বিধানসভায় শপথ নিয়ে জনপ্রতিনিধির কাজ শুরু করেন সায়ন্তিকা ও রায়াত। এমন পরিস্থিতিতে আবারও একই সমস্যা ঘনীভূত হয় কিনা সেই দিকে তাকিয়ে সকলে। এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান চার নবনির্বাচিত বিধায়কের শপথের জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে।