Birbhum News : এক টিকিটে মালামাল, কঙ্কালিতলায় বিকোচ্ছে ‘কোটিপতির লুচি’ – bolpur kankalitala temple full of crowds with devotees why watch video


কঙ্কালিতলার মন্দিরে ঠাকুর দর্শনের মন্দিরে দর্শনের পাশাপাশি আজ ভিড় মন্দির চত্বরেও। কোটিপতি লুচি খাওয়ার আকর্ষণে ছুটে এসেছেন বহু মানুষ। ব্যাপারটা কি, শুনে প্রশ্ন জাগছে তো মনে। আসলে এই লুচি হল কোটিপতির হাতে ভাজা লুচি। কঙ্কালিতলার পাশেই একটি খাবারের দোকান রয়েছে। সেখানে লুচি, ঘুগনি সহ অন্যান্য তেলে ভাজা ও জিলাপি বিক্রি হয়। কঙ্কালিতলা এলে অধিকাংশ মানুষই খান এই দোকানে। এই দোকানের মালিক চঞ্চল দে । এখন লোকের কাছে তাঁর পরিচয় কোটিপতি হিসেবে। লটারির টিকিট কাটতে বড্ড ভালোবাসেন চঞ্চল বাবু। দিনের শেষে একটি বা দুটি লটারীর টিকিট কাটা ছিল দীর্ঘদিনের অভ্যেস। সেই অভ্যেসই অবশেষে জেতাল কোটি টাকা। দেড়শো টাকার টিকিট কেটে এক কোটি টাকা জিতেছেন চঞ্চল দে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *