পুজো আসছে আসছে মানেই মনের ভিতর সেই গুনগুনে গান… এই শহর থেকে আরও অনেক দূরে চলো কোথাও চলে যাই… আর সেই অনেক দূরের জায়গা যদি হয় কোনও শান্ত নির্মল পাহাড়ি গ্রাম? যেখানে সকাল থেকে চারপাশ ভরে থাকবে পাখির ডাকে, রাতে ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যাবে, সন্ধে গড়ালে পশমিনার ওম গায়ে জড়িয়ে আড্ডা জমবে বন্ধুদের? ঠিক তেমনই ডেস্টিনেশনের হদিশ নিয়ে হাজির আমরা। জায়গার নাম ছোটা মাঙ্গওয়া। দার্জিলিং থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ছোটা মাঙ্গোয়া গ্রাম। গ্রামবাসীদের প্রধান জীবিকাই চাষাবাদ।নিজেদের জমিতে শাক সবজি, ফল ফলিয়ে তা বাজারে বিক্রি করা।পাশাপাশি বহু মানুষ মজদুরি করেও পেট চলে। তবে যাঁরা ঝাঁচকচকে শহুরে বৈভব এক্সপেক্ট করেন এমন ইকো স্পটে বেড়াতে গিয়েও, তাঁরা একটু ডিজঅ্যাপয়েন্টেড হতে পারে। আসুন দেখে নিন এই ভিডিয়ো।