Ludo Tournament : ৩২ দলের লুডো টুর্নামেন্ট, পুরস্কারে জোড়া চমক – sundarbans hingalganj block a club organized a ludo tournament watch video


পাড়ায় পাড়ায় ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট তো সব মরশুমেই দেখা মেলে। কিন্তু অভিনব লুডো টুর্নামেন্টের আয়োজন করে চমক দিল সুন্দরবন। অবসর কাটানোর জন্য লুডো এখন বিরাট প্রতিযোগিতা। ৩২ দলকে নিয়ে লুডো প্রতিযোগিতার আয়োজন করে চমক দিয়েছে উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁকড়া গ্রামের আমরা সবাই ক্লাব। এদেরই উদ্যোগে আয়োজিত দু দিন ব্যাপী লুডো প্রতিযোগিতা। ইলেকট্রনিক্স মোবাইল টিভির যুগে আট-আশির এককালের প্রিয় এই খেলা যাতে হারিয়ে না যায় সেই জন্যই এই উদ্যোগ। লুডো খেলার এমন অভিনব টুর্নামেন্টের কথা শুনেই ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। আবেদনকারীর সংখ্যাও আকর্ষণীয়। ৩০০ টাকা প্রবেশমূল্য দিয়ে নাম লিখিয়ে জমিয়ে লুডো খেললেন প্রচুর মানুষ। প্রথম পুরস্কার হিসেবে থাকছে সুদৃশ্য ট্রফি সহ একটি গরু ও দ্বিতীয় পুরস্কারেও সুদৃশ্য ট্রফি সহ একটি গরু পাবেন বিজেতা। অভিনব প্রতিযোগিতা দর্শক হিসেবে দেখতেও হাজির হন স্থানীয়রা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *