মাসির বাড়িতে আনন্দে দিন কাটিয়ে আজ নবম দিনে উল্টো রথে শ্রীধামে ফিরবেন জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা। ৬২৮ বছরে পড়ল শ্রীরামপুরে মাহেশের রথযাত্রা। পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথ মাহেশের রথযাত্রা। মাহেশের জগন্নাথের আজ পুনযাত্রা। মাসির বাড়ি থেকে নিজে গৃহে ফিরবেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা। মাসির বাড়ির মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে পূজার্চনা। বহু দূর দুরান্ত থেকে ভক্তের সমাগম মাসির বাড়িতে। সারাদিন পূজাচনা চলার বিকেলে নিজের মন্দিরে ফিরবেন জগন্নাথ বলভদ্র সুভদ্রার। উল্টো রথে জগন্নাথ দর্শন এর মাহাত্ম্য হল দক্ষিণ দিকে টানা হয়। আসুন দেখে নিন এই ভিডিয়ো।