Organ donation: প্রথম বিবাহ বার্ষিকীতে মরণোত্তর দেহদান দম্পতির – kolaghat a couple posthumous body donation on first wedding anniversary watch video


১৪ জুলাই বিবাহ বার্ষিকী ছিল বিট্টু সামন্ত এবং সুস্মিতা কুণ্ডুর। আর নিজেদের এই বিশেষ দিনটিকে একটু অন্যভাবে স্মরণীয় করে রাখলেন দম্পতি। এই বিশেষ দিনটিতেই মরণোত্তর দেহদান করলেন দম্পতি।মানব কল্যানের এই কাজ করে এক নয়া দৃষ্টি স্থাপন করলেন এক দম্পতি। জানা গিয়েছে, ২৫ বছর বয়সী সুস্মিতা কুন্ডু সামন্ত বরাবারই নানা রকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত। এমনকী তিনি অতি ক্ষুদ্র ক্যাভাসে ছবি এঁকে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছেন। আরও জানা গিয়েছে, সুস্মিতা ঠিক এক বছর আগে আজকের দিনে বিট্টু সামন্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এবার বিয়ের বর্ষপূর্তিতে মানব কল্যাণে মরণোত্তর দেহদান করে এক দৃষ্টান্ত স্থাপন করলেন। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *