Rain Today Kolkata,দক্ষিণে আরও কমবে বৃষ্টি, উত্তরে জারি ভারী বর্ষণ, কী বলছে হাওয়া অফিস? – rain forecast in several districts of west bengal including kolkata today


মেঘ বৃষ্টির খেলা জারি দক্ষিণবঙ্গে। আজ আরও কমতে পারে বৃষ্টি, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও।

দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়ার খবর

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে। সঙ্গে বাড়বে গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি। আপাতত ২৫ জুলাই পর্যন্ত বৃষ্টি বাড়ার সম্ভাবনা নেই। অর্থাৎ আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

এদিকে শহর কলকাতায় মূলত সোমবার মেঘলা আকাশই থাকে। সঙ্গে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আপাতত সাত থেকে দশ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহরে। বরং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় জারি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি।

উত্তরের আবহাওয়ার খবর

অন্যদিকে উত্তরবঙ্গে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের চার জেলায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতাও। উল্লেখ্য, লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। সেক্ষেত্রে ভারী বৃষ্টির পার্বত্য এলাকাগুলিতে ধসের আশঙ্কা থাকছে। একইসঙ্গে আরও বাড়তে পারে উত্তরের নদীগুলির জলস্তর। নিচু এলাকায় জমতে পারে জল। পাশাপাশি মাঠের ফসলেরও ক্ষতি হতে পারে। এক্ষেত্রে দুর্যোগের সময় মানুষকে নিরাপদ স্থানে থাকারই পরামর্শ দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের রবিবারের রিপোর্ট অনুযায়ী, ঘূর্ণাবর্ত রয়েছে অসম, ঝাড়খণ্ড ও গুজরাটে। অপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি। মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, হিসার, দিল্লি, বরাবাঁকি, দেহেরি, আসানসোল, হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী তথা প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটকে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা, বিদর্ভ, মারাঠাওয়াড়া, গুজরাট, তেলেঙ্গনা, কর্ণাটক, কেরল এবং মাহেতে। একইসঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পণ্ডিচেরি এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *