Traffic Update Kolkata : সপ্তাহের শুরুতেই শহরে একাধিক মিছিল-শোভাযাত্রা, কোন রাস্তা এড়াবেন? – traffic update on monday 15 july informed by kolkata police


সপ্তাহের শুরুর দিনেই কলকাতায় যান চলাচল ব্যবস্থা কী রকম থাকবেন? শহরের রাস্তায় আজ একাধিক মিছিল রয়েছে। উত্তর থেকে দক্ষিণ শহরের নানা প্রান্তে দিনভর মিছিল থাকার কারণে বেশ কিছু রাস্তায় সংশ্লিষ্ট সময়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দেখে নেওয়া যাক, সোমবারের ট্রাফিক আপডেট।কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই কলকাতায় একাধিক ধর্মীয় ও সামাজিক পদযাত্রা এবং মিছিলের আয়োজন করা হয়েছে। এর মধ্যে সকাল ১১টায় সিআর অ্যাভিনিউ একটি মিছিল রয়েছে। বেলা ১টা নাগাদ আউটরাম রোড থেকে একটি মিছিল শুরু হবে। এটি ডোরিনা ক্রসিং, এস এন ব্যানার্জি রোড, পার্ক সার্কাস ৭ পয়েন্ট ক্রসিং, হংফোর্ড স্ট্রিট পর্যন্ত যাবে।

এছাড়া, বেলা ২টো নাগাদ পর্তুগিজ চার্চ স্ট্রিট থেকে একটি মিছিল ব্র্যাবোর্ন রোড হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট, রবীন্দ্র সরণী পর্যন্ত যাবে। এরপর বেলা তিনটে নাগাদ খিদিরপুর হরিসভা থেকে একটি মিছিল রামকমল স্ট্রিট, হেমচন্দ্র স্ট্রিট হয়ে ডিইবি রোড পর্যন্ত যাবে। বিকেল ৪টে নাগাদ একটি পদযাত্রা দমদম রোড থেকে চিড়িয়া মোড় হয়ে খগেন চ্যাটার্জি রোড পর্যন্ত যাবে।


বেলা ৪টে নাগাদ রথবাড়ি মোড় থেকে শিলপাড়া, সখেরবাজার, ডায়মন্ড হারবার রোড ধরে চৌরাস্তা পর্যন্ত একটি ধর্মীয় যাত্রা রয়েছে। বিকেল সাড়ে পাঁচটায় একটি পদযাত্রা রয়েছে, যেটি আরডি স্ট্রিট, বিবেকানন্দ রোড, মানিকতলা ক্রসিং হয়ে আরজিকর রোড, আরডি স্ট্রিট পর্যন্ত যাবে। সন্ধ্যা ছয়টা নাগাদ মোমিনপুর রোড, মোমিনপুর বরিয়াল গ্রাউন্ড থেকে একবালপুর রোড, চারবাতি মোড় পর্যন্ত একটি পদযাত্রা রয়েছে।

রাত ৯টা নাগাদ গোঁড়াচাঁদ রোড, ব্র্যবর্ন কলেজ, ডন বস্কো আইল্যান্ড, সুন্দরী মোহন এভিনিউ, জননগর রোড পর্যন্ত একটি পদযাত্রা রয়েছে। রাত সাড়ে নটা নাগাদ জননগর রোড থেকে বেনিয়াপুকুর রোড হয়ে পার্ক সার্কাস ৭ পয়েন্ট ক্রসিং পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। এছাড়াও শহরে আরও বেশ কিছু ধর্মীয় পদযাত্রা বা শোভাযাত্রা রয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। যে কারণে আজকে যান চলাচল নিয়ন্ত্রণ হবে একাধিক জায়গায়।

দক্ষিণে আরও কমবে বৃষ্টি, উত্তরে জারি ভারী বর্ষণ, কী বলছে হাওয়া অফিস?
লালবাজার কন্ট্রোল রুম জানিয়েছে, এদিন সকাল থেকে শহরে বড় কোনও যানজটের খবর নেই। শহরে বড় কোনও দুর্ঘটনার খবর নেই। সকাল থেকে ট্রাফিক মুভমেন্ট স্বাভাবিক রয়েছে। বেলা বাড়লে ট্রাফিকের চাপ কিছুটা বাড়বে। বেশ কিছু জায়গায় এই শোভাযাত্রা বা মিছিলের আয়োজন হলেও ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে, যাতে ট্রাফিক মুভমেন্ট স্লো না হয়। ট্রাফিক আইন মেনে চলার জন্য নির্দেশ রয়েছে কলকাতা পুলিশের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *