মেঘ বৃষ্টির খেলা জারি দক্ষিণবঙ্গে। একদিকে প্রবল বৃষ্টি থামার যখন নাম নেই উত্তরবঙ্গে, ঠিক তখনই কম বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে ঘাটতি। তবে আবহাওয়ায় বড় বদল আসতে চলেছে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। এবার উত্তরবঙ্গে কমতে চলেছে বৃষ্টির পরমাণ অন্যদিকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি। কী বলছে আবহাওয়া দফতর শুনে নেব। সপ্তাহের শুরুতেই হাওড়া এবং কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ১৬ জুলাই কলকাতা, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের নীচে জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের নীচে জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। ১৭ এবং ১৮ জুলাই উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।