Darshana Banik Surjo Exclusive : ‘মডেলিং থেকে এসেছি, অনেকেই ভরসা করতে পারেন না’ অকপট দর্শনা বণিক – surjo movie actress darshana banik exclusive interview talking about getting offers in bengali movies watch video


দর্শনা বণিকের নতুন ছবি সূর্য। বিক্রম চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। সম্পর্ক, ভালোবাসার মন ছুঁয়ে যাওয়া গল্প সূর্য। এই ছবির ট্রেলার মুগ্ধ করেছে সকলকে। তার আগে আড্ডা জমল নায়িকার সঙ্গে। বিক্রম চট্টোপাধ্যায় ফিরছেন ‘সূর্য’ হয়ে। ইতিমধ্যেই বিক্রমের নতুন ছবি ‘সূর্য’-এর ট্রেলার প্রকাশ্যে এসে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে গল্পের ‘সূর্য’ আকাশের সূর্যের মতোই নিজে পুড়ে গিয়ে সবার জীবনে আলো ছড়ায়, এমনটাই দেখা গিয়েহে ট্রেলারে। আর বাস্তব জীবনেও যেন সেই ছবি ধরা পড়ল। পুরো ‘সূর্য’-এর টিমকে নিয়ে বিক্রম চট্টোপাধ্যায় ছবি মুক্তির আগে অনাথ শিশুদের সঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছে। সঙ্গে ছিলেন ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক ও অভিনেত্রী দর্শনা বণিক। আসুন দেখে নিন দর্শনা বণিকের এই এক্সক্লুসিভ ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *