Divyanka Tripathi Vivek Dahiya : ইতালিতে সর্বহারা! অবশেষে দেশে ফিরলেন দিব্যাঙ্কা-বিবেক – divyanka tripathi and vivek dahiya return to india after being robbed in italy watch the video


ইউরোপ বেড়াতে গিয়ে সর্বস্ব খুইয়েছিলেন টেলি কাপল দিব্যাঙ্কা ত্রিপাঠী ও বিবেক দাহিয়া। ফ্লোরেন্সে ডাকাতির পাল্লায় পড়েছিলেন তাঁরা। প্রায় ১০ লাখ টাকার জিনিসপত্রের পাশাপাশি পাসপোর্টও লুঠ হয় তাঁদের। তখনই ভারতীয় দূতাবাসের দ্বারস্থ হন তাঁরা। অবশেষে সব নিয়ম কানুনের বেড়াজাল পেরিয়ে মুম্বই ফিরলেন দিব্যাঙ্কা ও বিবেক। তবে এয়ারপোর্টে দিব্যাঙ্কা ফুরফুরে মুডে থাকলেও বিবেকের বিশেষ ইচ্ছে ছিল না কথাবার্তার (Divyanka Tripathi Airport Look)। ফ্লোরেন্সে ডাকাতির পাল্লায় পড়ার পর রীতিমতো হইচই পড়ে যায়। পাসপোর্ট না থাকায় তাঁদের দেশে ফেরাটাই অনিশ্চিত হয়ে পড়ে। অবশেষে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে কোনও মতে দেশে ফিরে স্বস্তির নিশ্বাস ফেললেন তিনি। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *