Firhad Hakim: ‘ধন্যবাদ জানাই সুকান্তবাবুকে’, ইডি সিবিআই প্রসঙ্গে মন্তব্য ফিরহাদের – firhad hakim criticises sukanta majumdar over ed cbi raid watch video


কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মুখে ইডি সিবিআই অভিযান নিয়ে মন্তব্য। সুকান্তর সেই মন্তব্যে পালটা প্রশংসা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি সবজির লাগামছাড়া দাম নিয়েও নিশান করলেন কেন্দ্র সরকারকে। তদন্ত করতে গিয়ে হামলার মুখে পুলিশ। দোষীরা অবশ্যই শাস্তি পাবেন আশ্বাস কলকাতার মেয়রের। পূর্ব মেদিনীপুর নিয়ে শুভেন্দুর মন্তব্যে পালটা কটাক্ষ ফিরহাদের। এদিন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, সব্জির মালা নিয়ে বিজেপি যা করছে সমস্তটাই ন্যাকামি। পাশাপাশি তিনি দ্রব্যমূল্য বৃদ্ধির দায় চাপালেন বিজেপির কাঁধেই। এদিন ফিরহাদ হাকিম বলেন, ট্রাস্ক ফোর্স গঠন করে রাজ্যের মুখ্যমন্ত্রী সব্জির দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে দাম বৃদ্ধির জন্য বিজেপি দায়ি। কারণ কেন্দ্র সরকার ফার্টিলাইজারের উপর জিএসটি লাগু করেছে। তেলের দাম অনিয়ন্ত্রিত। ত্রান্সপোর্টিং খরচা বেড়েছে। সব মিলিয়ে এই দাম বৃদ্ধির দায় বিজেপি সরকারের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *