Kolkata Police,কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে বড়সড় রদবদল, ২০ অফিসারের বদলি – huge reshuffle in inspector rank of kolkata police


রাজীব কুমারকে আবারও রাজ্য পুলিশের ডিজি পদে ফিরিয়েছে রাজ্য সরকার। আর এবার কলকাতার পুলিশের ইন্সপেক্টর পদেও বড়সড় রদবদল। মোট ২০ জন অফিসারকে তাঁদের বর্তমান পদ থেকে পাঠানো হচ্ছে নতুন পদে। ইতিমধ্যে সেই বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।যে সমস্ত অফিসারকে বদলি করা হচ্ছে তাঁরা হলেন, সুমনকুমার দে, জয়ন্ত মুখোপাধ্যায়, বাপ্পাদিত্য নস্কর, জয়ঙ্কবিকাশ মিদ্যা, পার্থপ্রতিম চক্রবর্তী, সঞ্জয় মিশ্র, অঞ্জন সেন, অরুণাভ নস্কর, হীরক দলপতি, কুন্তল বিশ্বাস, অমিতাভ চক্রবর্তী, মৃণালকান্তি মুখোপাধ্যায়, অরিন্দম পাণ্ডা, মুকেশ সিং, নিরুপম দত্ত, শঙ্কর দাস, বন্ধুচরণ পাল, বাবাই ভট্টাচার্য, মহম্মদ আসদুল্লাহ খান ও সৌরভ দত্ত। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।

যে সমস্ত থানায় রদবদল ঘটানো হয়েছে, সেগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখ্য হল আনন্দপুর থানা, ভবানীপুর থানা, পার্কস্ট্রিট থানা, রবীন্দ্র সরোবর থানা, কালীঘাট থানা, পোস্তা থানা, পাটুলি থানা, চারু মার্কেট থানা, গিরিশ পার্ক থানা, জোড়াসাঁকো থানা, যাদবপুর থানা। উল্লেখ্য, এর আগে গত জানুয়ারি মাসেও কলকাতা পুলিশের ইনস্পেক্টর পদে বেশকিছু বদবদল ঘটানো হয়। সেই সময় বদলি করা হয় মোট ৫৫ জন অফিসারকে। আর এবার ২০ জন অফিসরাকে বদলির বিজ্ঞপ্তি প্রকাশিত হল।

কলকাতা পুলিশে রদবদল

এর আগে সোমবারই রাজীব কুমারকে ফের রাজ্য পুলিশের ডিজি পদে ফেরানোর সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে গত ১৮ মার্চ রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন সংক্রান্ত কোনও কাজে তিনি যুক্ত থাকতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়। তবে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে গত মাসে। তারপর রাজ্যে হয়ে গিয়েছে উপনির্বাচনও। আর সেই সব মিটতেই রাজীব কুমারকে ডিজি পদে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারের। আর রাজীব কুমারকে রাজ্যপুলিশের ডিজি পদে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্তের পাশাপাশি এতদিন সেই পদে থাকা সঞ্জয় মুখোপাধ্যায়কে দমকলের ডিজি পদে পাঠান হয়েছে।

প্রসঙ্গত, আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা রাজীব কুমার রুরকি থেকে কম্পিউটর সায়েন্সে বি-টেক। ১৯৮৯ সালের আইপিএস ব্যাচের সদস্য রাজীব কুমার কর্মজীবনে একাধিক হাইপ্রোফাইল কেস সমাধানের সঙ্গে যুক্ত। এর আগে তিনি কলকাতা পুলিশ কমিশনার পদেও দায়িত্ব পান। তবে বেশকিছু হাই প্রোফাইস কেসের সমাধান করলেও, তদন্ত সংক্রান্ত বিতর্কেও নাম জড়িয়েছে রাজীব কুমারের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *