Kultali Tunnel Incident : ‘যত রহস্য লুকিয়ে সুড়ঙ্গে’ বিস্তারিত জানুন – kultali police found hidden tunnel to catch a fraudulent gang watch video


সাদ্দামের অট্টালিকায় লুকোনো অজানা রহস্যের খোঁজ। নামেই নয় ইরাকের প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সঙ্গে যেন মিলে গেল কুলতলির সাদ্দাম। না বাড়িতে কোনও সোনার কমোড বা সোনায় মোড়া খাট হয়ত মেলেনি, কিন্তু ২০২৪ সালে দাঁড়িয়ে এক সাধারণ বসতবাড়ির মধ্যে মিলল সুড়ঙ্গ। আর সেই সুড়ঙ্গ দিয়ে পালাল অভিযুক্ত। কুলতলিতে প্রতারণায় অভিযুক্তের সন্ধানে গিয়ে যে সামনে আসবে এমন ঘটনা তা কেউ ভাবেননি। ভুয়ো সোনার মূর্তি দেখিয়ে একাধিক প্রতারণার অভিযোগ উঠেছিল সাদ্দাম সর্দার নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে। য়ো সোনার মূর্তি দেখিয়ে প্রতারণার ছক সাজাত সাদ্দাম। সমাজ মাধ্যম ও অন্য নানা উপায়ে কম দামে সেই মূর্তি বিক্রির বিজ্ঞাপন দিত সে। মূর্তির ছবি দেখে কেউ কিনতে রাজি হলে, টাকা নিয়ে নির্দিষ্ট জায়গায় আসতে বলত। তারপর জোর করে টাকা কেড়ে নেওয়া হত বলে অভিযোগ। অভিযুক্ত সাদ্দামকে ধরতে কুলতলির জালাবেড়িয়া ২ পঞ্চায়েতের পয়তারহাট এলাকায় যায় পুলিশ। বাড়িতে ঢুকে সাদ্দামকে ধরেও ফেলেন তারা কিন্তু সেসময় সাদ্দামের বাড়ির মহিলা সহ আশেপাশের মহিলারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। মারধরও করা হয় অফিসারদের। সেসময় সাদ্দামের ভাই সাইরুল পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে বাড়ির ভিতর হাওয়া হয়ে যায়। পরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে সাদ্দাম ও তাঁর ভাইয়ের খোঁজে বাড়িতে অভিযান চালালে যে সত্যি সামনে আসে তা চমকে ওঠার মতো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *