এই বিষয়ে মন্দারমণি কোস্টাল থানার ওসি দেবব্রত বেরা বলেন, ‘আমরা পর্যটকদের পরিচয় জানার চেষ্টা করছি। দেহ দু’টি উদ্ধার করা হয়েছে। নিখোঁজের খোঁজে তল্লাশি চলছে।’
এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে মন্দারমণির সমুদ্রে নেমে বিপর্যয়ের মুখে পড়ন কলকাতার কয়েক জন পর্যটক। সেই ঘটনায় সমুদ্রে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়। মৃতের নাম নাভেদ আখতার (২৮)। সমুদ্র থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় সিদ্ধার্থ সাহা এবং শেখ আব্দুস নামে দুই যুবককে। তাঁরা প্রত্যেকেই কলকাতার তালতলা এলাকার বাসিন্দা বলে জানা যায়।
এদিকে গত মে মাসে রিমেল ঘূর্ণিঝড়ের সময় দিঘায় বেড়াতে এসে সমুদ্রে তলিয়ে প্রাণ যায় এক পর্যটকের। প্রায় ১১ ঘণ্টা পর নিখোঁজ যুবকের দেহ উদ্ধার করে দিঘা থানার পুলিশ। জানা গিয়েছে, দুই বন্ধু মিলে দিঘায় বেড়াতে যান। ঘটনার দিন সকাল ৬টা নাগাদ নিউ দিঘার ক্ষণিকা ঘাটে সমুদ্রে স্নান করতে নামেন তাঁরা। সেই সময় দুই বন্ধুর মধ্যে একজন তলিয়ে যান। রিমেল ঘূর্ণিঝড়ের প্রভাবে আগে থেকেই উত্তাল ছিল সমুদ্র। লাগাতার তল্লাশির পর বিকেল পাঁচটা নাগাদ নিউ দিঘার হলিডে হোম ঘাটে মৃতদেহ উদ্ধার করে দিঘা থানার পুলিশ। মৃত যুবকের নাম প্রকাশ সাউ (২২) বলে জানা যায়।